Become an Author

April 11, 2021

স্বাগত।
আমাদের এই নতুন বিভাগ ঘুরে দেখতে আপনাকে আমন্ত্রণ জানাই।

স্বাস্থ্য, আধুনিক চিকিৎসা, ডায়েট এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনি কি অনেকের সঙ্গে ভাগ করে নিতে চান?

তাহলে, এই বিভাগ একান্তই আপনার নিজস্ব প্ল্যাটফর্ম।

আসুন, জেনে নেওয়া যাক,

এই প্ল্যাটফর্মে যোগ দিলে আপনি কী কী সুযোগ ও সুবিধা পাবেন।

লেখা প্রকাশের সুযোগ :

যদি আপনি বিজ্ঞান ও স্বাস্থ্য সম্পর্কিত লেখা লিখতে ভালবাসেন, তাহলে আপনার জন্য অপেক্ষায় 'Health Inside'। আপনার লেখার প্রতিভা যেমন যোগ্য মর্যাদা পাবে এখানে, তেমনই আপনার সুচিন্তিত মতামত পৌঁছে যাবে সমস্ত আগ্রহী পাঠকের কাছে।

ব্লগ লিখে উপার্জন :

ঘরে বসে রোজগারের একটি ভীষণ ট্রেন্ডিং মাধ্যম হল ব্লগিং। শুধু লেখালিখি নয়, লিখে রোজগারের শুরুটা 'Health Inside' থেকেই হতে পারে। এই সুবিধা এখন আপনার হাতের মুঠোয়।

সেরার সেরা স্বীকৃতি :

যদি আপনার ব্লগটি হয় সর্বাধিক পঠিত, তবে বছর শেষে ব্লগিংয়ের প্যাশন আপনাকে এনে দিতে পারে 'সেরার সেরা' শিরোপা, সঙ্গে থাকবে আকর্ষণীয় পুরষ্কারও।