Written by

Health and wellness blogger

তারাদের দেশে, ভালো থাকুক ওরা ।

গানের কথায় হোক বা বাস্তব জীবনে, একথার তো সত্যিই কোনো দ্বিমত নেই যে ডাক্তার মানে সেতো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান.. হ্যাঁ সেই ডাক্তার যাদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে এই মহামারীর লড়াই জয় করে ঘরে ফিরে এসেছেন আমাদের প্রিয়জনেরা৷ হয়ত ফিরতে পারেননি অনেক কাছের মানুষই, কিন্তু তাঁরাও জানেন সেই ঈশ্বররূপী মানুষ গুলোর কোনো ত্রুটি ছিল না বাঁচিয়ে রাখার চেষ্টায়। মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন দেশজুড়ে অসংখ্য ডাক্তাররা। মহামারীর এই যুদ্ধে যেসকল ডাক্তাররা সশরীরে থেকে গেলেন আমাদের মাঝে, বা অন্যকে জিতিয়ে দিতে গিয়ে যারা জীবনের কাছে হেরে গেলেন চিরদিনের মতো, শুধু স্মৃতি হয়ে থেকে গেলেন আগামী দিনগুলির জন্য, তাদের সকলকের উদ্দেশ্যেই আমাদের সশ্রদ্ধ প্রণাম৷ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মাত্র ন’সপ্তাহে দেশ জুড়ে আমরা হারিয়েছি ৭৭৮ জন ডাক্তারকে৷ তাই আজ ডাক্তার দিবসে কোনো উদযাপনের ঘটা নয়, বরং অন্তর থেকে স্মরণ করি মানুষের জীবন দীপ জ্বেলে, চিরদিনের মত নিভে যাওয়া ঈশ্বররূপী সেই মানুষগুলিকে।

CovidMartyrDoctorsDay

CovidMartyrDoctorsDay

সাবস্ক্রাইব করুন

স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খবর, তথ্য এবং চিকিৎসকের মতামত আপনার মেইল বক্সে পেতে সাবস্ক্রাইব করুন.