Search
Close this search box.

ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (কলকাতা)-এর উদ্যোগ: চালু হল অকুপেশনাল থেরাপি এবং ফিজিওথেরাপি কলেজ

সম্প্রতি ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (কলকাতা) হাসপাতালের তরফে নেওয়া হল বিশেষ উদ্যোগ। ওই প্রতিষ্ঠানেরই ৯ তলায় উদ্বোধন হল অকুপেশনাল থেরাপি এবং ফিজিওথেরাপি কলেজের। উদ্বোধন করলেন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রতিষ্ঠানের তরফে জনানো হয়েছে, কলেজে যে কোর্সগুলি করানো হবে তা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফে অনুমোদিত।
নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিউরোসার্জেন ডাঃ প্যাট্রিক মিচেল, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য (শিক্ষা) দফতরের অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী, হাসপাতালের প্রশাসনিক বিভাগের পরিচালক মেজর জেনারেল অধ্যাপক অনুপম চট্টরাজ, প্রতিষ্ঠানের প্রধান পরিচালক অধ্যাপক আর পি সেনগুপ্ত, প্রতিষ্ঠানের রিহ্যাবিলিটেশন বিভাগের ডিরেক্টর ডাঃ সুপর্ণা গাঙ্গুলী, হাসপাতালের আকাডেমিক ডিরেক্টর অধ্যাপক বিভুকল্যাণী দাস, এডিএল-এর সিইও জয়িতা বসু প্রমুখ।
আইএনকে-এর তরফে জানা গিয়েছে থিওরি ক্লাস করানো হবে হাসপাতালেই। পড়ুয়ারা প্রাকটিক্যাল ক্লাস করার সুযোগ পাবে আইপিজিএমইআর হাসপাতালে। এর ফলে বহু সংখ্যক রোগীর সঙ্গে কাজ করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। বাড়বে অভিজ্ঞতা। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যের সেরা মেডিক্যাল কলেজে এমন হাতেকলমে ট্রেনিং-এর সঙ্গে স্নায়ুরোগের সেরা হাসপাতালে পঠনপাঠনের ব্যবস্থা থাকার কারণে ছাত্রছাত্রীরা সেরা জ্ঞানলাভ করবে।
ফিজিওথেরাপি কলেজে ফিজিওথেরাপি কোর্সে ইতিমধ্যে ২৫টি সিট- পূর্ণ হয়ে গিয়েছে। ব্যাচেলর অব অকুপেশনাল থেরাপিতে রয়েছে ২০টি সিট। সেখানেও পঠনপাঠন দ্রুত শুরু হতে চলেছে। শুধু পড়াশোনাই নয়, তার সঙ্গে কলেজ থেকে বেরিয়ে স্বাবলম্বী হতেও পড়ুয়াদের সাহায্য করবে কোর্সগুলি।
প্রতিষ্ঠানের নিউরোরিহ্যাবিলিটেশন বিভাগ এবং ওই দুই কলেজের পরিচালক ডাঃ সুপর্ণা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন স্নায়ুরোগের চিকিৎসায় আইএনকে রোগীর সার্বিক চিকিৎসার ব্যবস্থা করে যা সমগ্র দেশেই বিরল! এই বিভাগে থাকেন রিহ্যাবিলিটেশন মেডিসিন কনসালটেন্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, কথা-খাদ্য গেলা-এবং ভাষার বিশেষজ্ঞ, মনোবিদ, স্পেশাল এডুকেটর, সমাজকর্মী, রিহ্যাবিলিটেশন নার্স।
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে বিভাগগুলি সমাদর পেয়ে আসছে। বিশেষত শেষ কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেডিক্যাল এবং প্যারা মেডিক্যাল-এর বহু ছাত্র হাসপাতালে আসছেন প্রশিক্ষণ নিতে। পাচ্ছেন কাজের সুযোগ। বর্তমানে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম নিয়ে সারা বিশ্বেই বিশেষ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। সেই বিষয়টির দিকেই লক্ষ্য রেখে প্রতিষ্ঠানের তরফে নতুন কলেজ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আইএনকে-এর তরফে জানানো হয়েছে, রাজ্যের মধ্যে আইএনকে হল প্রথম প্রতিষ্ঠান যার তরফে বেসরকারি ক্ষেত্রে শুরু করা হল ব্যাচেলর অব অকুপেশনাল কোর্স। খুব দ্রুত একটি সমগ্র কলেজ ক্যাম্পাসের ব্যবস্থা করা হবে পড়ুয়াদের জন্য।

সাবস্ক্রাইব করুন

স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খবর, তথ্য এবং চিকিৎসকের মতামত আপনার মেইল বক্সে পেতে সাবস্ক্রাইব করুন.

Table of Contents

আমাদের সাম্প্রতিক পোষ্ট গুলি দেখতে ক্লিক করুন

আমাদের বিশিষ্ট লেখক এবং চিকিৎসক