ডিভাইস আপডেট নামে পেসমেকার সংক্রান্ত কর্মশালা বিশিষ্ট হৃদরোগবিশেষজ্ঞদের যোগদানে সফল

Written by

Graphic Designer & Web, App Developer

ডিভাইস আপডেট নামে পেসমেকার সংক্রান্ত কর্মশালায় বিশিষ্ট হৃদরোগবিশেষজ্ঞদের যোগদান

রিদম এবং ডিভাইস অ্যাসোসিয়েটস-এর উদ্যোগে ১৮ ডিসেম্বর কলকাতার ভিভান্ততে হার্টের সর্বাধুনিক চিকিৎসা নিয়ে ডিভাইস আপডেট শীর্ষক একটি কর্মশালা আয়োজিত হয়ে গেল।
এই কর্মশালায় কোর্স ডিরেক্টর ছিলেন স্বনামধন্য চিকিৎসক ডা: দিলীপ কুমার ও ডা: রবীন চক্রবর্তী।
কোর্স কো অর্ডিনেটর হিসেবে যোগ দেন ডা: সঞ্জীব মুখার্জি, ডা: দেবব্রত বেরা, ডা: সুচিত মজুমদার ও ডা: অরিন্দম পান্ডে।

Dilip Kumar


সকাল দশটা থেকে বেলা চারটে পর্যন্ত চা ও মধ্যাহ্নভোজনের বিরতি সহ সাতটি পর্বে হার্টের আধুনিকতম চিকিৎসার বিভিন্ন বিষয় যেমন পেসমেকারে টাইমিং সাইকেলস , পালস জেনারেটর, সি এস পি ইত্যাদি নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞরা আলোকপাত করেন। দূর থেকে পেসমেকার বসানো রোগীর ওপর নজরদারি চালানোর (রিমোট মনিটরিং) পদ্ধতিকে ভবিষ্যতে আরো আধুনিক করে তোলার বিভিন্ন প্রযুক্তি, লেডলেস পেসমেকার বসানো ও প্রোগ্রামিং নিয়েও চিকিৎসকেরা বক্তব্য পেশ করেন।
বিকেল চারটে পনেরো থেকে পোনে পাঁচটা পর্যন্ত অনলাইন গেমস বেসড লার্নিং প্ল্যাটফর্ম কাহুট কুইজ হয়। তারপরে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ইভেন্টের পরিসমাপ্তি ঘটে।

সাবস্ক্রাইব করুন

স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খবর, তথ্য এবং চিকিৎসকের মতামত আপনার মেইল বক্সে পেতে সাবস্ক্রাইব করুন.