Search
Close this search box.

Written by

Health and Wellness Blogger

কোভিড পরবর্তী সময়ে কলকাতায় বয়স্কদের হোক কেয়ার সার্ভিসের চাহিদা প্রায় দ্বিগুণ

২০২১-এর পরিসংখ্যান বলছে, ভারতে বয়স্ক মানুষের সংখ্যা প্রতি ১০ বছরে ৪১ শতাংশ বাড়ছে এবং বয়স্কদের দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সংখ্যাও ক্রমবর্ধমান।‌ এই পরিস্থিতিতে BURRTORG ইন্ডিয়া পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় তাদের পরিষেবা শুরু করছে। এদেশের স্বাস্থ্য পরিষেবা প্রধানত হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র কেন্দ্রিক।‌

এমতাবস্থায়, ডাচ্ কোম্পানি যখন কলকাতা সহ ভারতের কিছু শহরে পরিষেবা শুরু করে তখন elderly home care service নিয়ে খুব একটা উৎসাহ দেখা যায়নি। কিন্তু, কোভিড প্যানডেমিক মানুষকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে। ‘কোভিডের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়ে তখন আমরা ৩৩টা দেশ‌ থেকে ফোন পাই- কারো বাবা অসুস্থ, কারো বা মা, আবার কারো নিকট পরিজন অসুস্থ। তাদের দেখা শোনা করার কেউ নেই। আমরা ‌ঐ সময় কলকাতায় ৪২জন অসুস্থ মানুষের শুশ্রূষা করে ৪০ জনকে সুস্থ করে তুলতে সক্ষম হই।’ জানালেন শ্রী দেবজিত সরকার, CEO Buurtzorg Edugreen Neighborhood Care India Pvt Ltd. বর্তমানে, এই সংস্থার পরিষেবা কলকাতা ছাড়াও ভুবনেশ্বর, কটক, লক্ষ্ণৌ ও বারাণসীতে চালু আছে। ২০২২ সালে দূর্গাপুর, শিলিগুড়ি, সম্বলপুর, কানপুর, প্রয়াগরাজ ও নয়ডাতেও এই পরিষেবা চালু হতে চলেছে। আগামী দুই বছরের মধ্যে ভারতের শহর ও জেলা মিলিয়ে প্রায় ১০০ টা জায়গাতে এই পরিষেবা শুরু করার লক্ষ্য নিয়ে এই সংস্থার প্রেসিডেন্ট ও সি ই ও ডাঃ স্টিফেন ডাইকরহফ্ জানান ‘অন্য সংস্থার সঙ্গে আমাদের পার্থক্য হল আমরা স্থানীয় মানুষদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমেই রোগীদের পরিষেবা প্রদান করে থাকি। অর্থাৎ আমরা সমাজকে দুরকমভাবে সহায়তা করে থাকি – স্থানীয় মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থান দেওয়া এবং একই সাথে অসুস্থ ও বয়স্কদের স্বাস্থ্য পরিষেবা প্রদান।

সাবস্ক্রাইব করুন

স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খবর, তথ্য এবং চিকিৎসকের মতামত আপনার মেইল বক্সে পেতে সাবস্ক্রাইব করুন.

Table of Contents

আমাদের সাম্প্রতিক পোষ্ট গুলি দেখতে ক্লিক করুন

আমাদের বিশিষ্ট লেখক এবং চিকিৎসক